এসিডদগ্ধরা হলেন- মা রশিদা বেগম (৫০) ও মেয়ে সুমি বেগম (২৫)।
রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
দগ্ধ সুমি জানান, পাশের বাড়ির লোকদের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত ২০ এপ্রিল রাত ৮টার দিকে বাথরুম থেকে ফেরার সময় তারা মাকে (রশিদা) এসিড ছোড়ে। চিৎকার শুনে মার কাছে গেলে আমাকেও এসিড ছোড়ে।
স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর রঞ্জু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তারা।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, রশিদার শরীরের ৮ শতাংশ ও সুমির ২ শতাংশ পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এজেডএস/জেডএস