রোববার (৩০ এপ্রিল) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বাংলানিউজকে জানান, রাতের কোনো এক সময় হাফিজুরকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ চন্ডিপুর ফসলের মাঠে ফেলে রেখে যায় তারা। সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসআই