ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

দেশে পূর্ণ আইনের শাসন নেই: প্রধান বিচারপতি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
দেশে পূর্ণ আইনের শাসন নেই: প্রধান বিচারপতি

জগন্নাথ বিশ্বববিদ্যালয়: প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতির কথা বেশি বের হয় কারণ এ দেশে এখনো পূর্ণ আইনের শাসন প্রতিষ্ঠা পায়নি।

রোববার (৩০ এপ্রিল) সকাল ১১টায় জগন্নাথ বিশ্বববিদ্যালয়ের (জবি) ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্যান্য দেশে প্রধান বিচারপতিরা এতো কথা বলেন না, কারণ সেসব দেশে আইনের শাসন রয়েছে।

কিন্তু আমাকে বলতে হয়, আমার কথা বেশি বের, হয় কারণ এখনো এদেশে পূর্ণ আইনের শাসন প্রতিষ্ঠা পায়নি।

‘সংবিধান ও আইনের প্রতি আঘাত হানে এমন যে কোনো সংশোধনী অবৈধ’ উল্লেখ করে তিনি বলেন, সংবিধান, জনগণ ও আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বাংলাদেশে হতে দেওয়া হবেনা। আমরা তা প্রতিহত করব।

প্রধান বিচারপতি বলেন, আমরা ততোদিন সভ্য হবোনা, যতদিন না আইনের প্রতি শ্রদ্ধাশীল হবো। দেশে এখনো যদি কোনো রায় বড় পর্যায়ের কারো বিরুদ্ধে যায়, তাহলে তারা যাচ্ছেতাই মন্তব্য করেন, এতে আমারা কষ্ট পাই।  

আইন সবার জন্য সমান হওয়া জরুরি- উল্লেখ করে তিনি বলেন, দেশে সবার জন্য সমান আইন হওয়া উচিত। জনগণের জন্য যে আইন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সবার জন্যই একই আইন থাকতে হবে। নাহলে সরকারের ভিশন-২০২১ বা ২০৪১ বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে জামিন ও ফৌজদারি মামলার সময় আইনজীবীরা কিলবিল করেন, অথচ ট্রায়ালের সময় কোনো আইনজীবী খুঁজে পাওয়া যায়না! দেশে ভূমি মামলা বুঝে এমন আইনজীবীর বড় অভাব, তোমরা সে অভাব পূরণ করবে বলে আমার বিশ্বাস।  

পৃথিবীর বিভিন্ন দেশের বিচারপতিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আইন শিক্ষা দিয়ে থাকন- উল্লেখ করে প্রধান বিচারপতি বাংলাদেশেও এ ধরনের শিক্ষার সংস্কৃতি তৈরির প্রতি আহ্বান জানান। পরবর্তীতে একদিন জবিতে ভূমি আইন বিষয়ে একটি ক্লাস নিবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমাদের দেশ বিচার বিভাগের অধীনস্থ বিভাগসমূহে নানা সমস্যা রয়ে গেছ। দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকজন ভূমি সংক্রান্ত নানা আইনের অজ্ঞতার কারণে প্রতিনিয়ত প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তাই ভূমি আইন বিষয় শিক্ষা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। সামাজিক সমস্যা নিরসনের অন্যতম মাধ্যম হতে পারে এ বিষয়ে গবেষণা। এ বিভাগর শিক্ষার্থীরা তাদর জ্ঞান ও গবেষণার মাধ্যমে সমাজের গরিব-নিঃস্ব মানুষর পাশে দাঁড়াতে পারবে।

জবি ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগর চেয়ারম্যান খ্রিস্টিন রিচার্ডসনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস।  

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ডিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।