আশুলিয়া, সাভার: আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শনিবার মধ্যরাত থেকে রোববার (৩০ এপ্রিল) ভোর পর্যন্ত ভাদাইল পবনারটেকসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমান সময়ে জঙ্গি দমনে ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূরর্ণ এলাকায় অভিযান চালানো হচ্ছে।
এ লক্ষ্যে আশুলিয়ায় কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।