ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস চাপায় ব্যবসায়ী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বগুড়ায় বাস চাপায় ব্যবসায়ী নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ফার্নিচার ব্যবসায়ী নজরুল ইসলাম (২৮) নিহত হয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নজরুল উপজেলার সুঘাট ইউনিয়নের সুত্রাপুর গ্রামের আমিনুল ইসলাম সরকারের ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হন নজরুল। মহাসড়কে ওঠার পর বগুড়াগামী যাত্রীবাহী জিকে পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৫৭৫০) একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান স্টেশন অফিসার মো. সোহেল রানা।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এমবিএইচ/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।