রোববার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মে দিবস উপলক্ষে ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন নিরাপদ কর্মস্থল, ট্রেড ইউনিয়ন অধিকার ও বাঁচার মতো মজুরি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বিএলএফ)।
সভায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্ট এক্সপোর্টারদের লভ্যাংশ থেকে শতকরা ৩ পয়সা করে রাখা হচ্ছে।
শ্রমিকদের বেতন বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, আমরা সেক্টর অনুযায়ী শ্রমিকদের বেতন নির্ধারণ করেছি। বেতন বাড়ানোর ক্ষেত্রে সার্বিকভাবে চিন্তা করতে হবে। তাছাড়া ৫ বছর আপিল করার সুযোগও থাকছে শ্রম আইন অনুযায়ী।
প্রতিমন্ত্রী বলেন, আমেরিকার মতো দেশে মে দিবস পালন করা হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম মে দিবস পালন করেন। এই সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী যেসব কারখানায় ৫০ হাজার শ্রমিক কাজ করে সেখানে সেফটি কমিটি গঠন করতে হবে। ৫০০ শ্রমিক বা তার বেশি যেখানে কাজ করবে সেখানে দুই জন ডাক্তার ও মিনি ক্লিনিক থাকতে হবে। ইতোমধ্যে বেশকিছু কারখানার ফ্যাক্টরিতে তা করা হচ্ছে।
আলোচনা সভায় টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন নিরাপদ কর্মস্থল, ট্রেড ইউনিয়ন অধিকার ও বাঁচার মতো মজুরি বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেড এম কামরুল আনাম।
প্রবন্ধে শ্রমিকদের অধিকার রক্ষায় বেশকিছু সুপারিশমালা তুলে ধরা হয়। মালিক শ্রমিক ও ব্যাবস্থাপনার মধ্যে শ্রম আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সব প্রতিষ্ঠানে শ্রমিকের জন্য ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা, সেফটি কমিটি গঠন করা এবং ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো।
বিএলএফের সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, গার্মেন্টস টেইলর ওয়ার্কার্স লীগের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা নিজাম, বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকের সহ-সভাপতি মরিয়ম আক্তার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফসানা বেগম প্রমুখ।
আগামীকালের কর্মসূচি হিসেবে সকাল ৯ টায় মে দিবসের র্যালি করার ঘোষণা দেন সংগঠনটির সভাপতি আব্দুস সালাম খান।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এএম/আরআইএস/এমজেএফ