ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
রাজধানীতে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর পূর্ব ভাটারা সাইদনগরের একটি বাসায় গলায় ফাঁস লেগে সাব্বির হোসেন (৮) নামে এক শিশুর মুত্যুর অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২৯ এপ্রিল) ‍দিনগত রাত ১১টার দিকে এলাকার ব্লক-বি ৭ নং মাজহারুল ইসলামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) লাল মিয়া জানান, খবর পেয়ে ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

গলায় ফাঁস লেগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।  

মৃত সাব্বিরের বাবা আবু সাইদ জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি ও তার স্ত্রী ইয়াসমিন বেগম ফরিদপুরে একটি ইটভাটায় কাজ করেন। এজন্য সাব্বির ও তার ছোট বোন ফারজানা ভাটারায় তার দাদা-দাদির কাছে থাকতো। স্থানীয় একটি স্কুলে ১ম শ্রেণিতে পড়তো সে।

শনিবার দুপুরে বাসায় দুই ভাইবোন খেলা করছিলো। এ সময় সাব্বির একটি টুলে দাঁড়িয়ে গলায় কাপড় পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে বাঁধে। একপর্যায়ে পায়ের নিচ থেকে টুলটি সরে গেলে তার গলায় ফাঁস লেগে যায়। ছোটবোন ফারজানা তার দাদা রেজওয়ানকে ডেকে আনলে তিনি সাব্বিরকে ফাঁস খুলে নিচে নামান। ততক্ষণে শিশুটির মৃত্যু হয় বলে জানান বাবা আবু সাইদ।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এজেডএস/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।