রোববার (৩০ এপ্রিল) বেলা দেড়টার দিকে নগরীর তালতলা নন্দিতা সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ঝাড়ু নগরীর তালতলা এলাকার বাসিন্দা ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের বাসিন্দা সিরাজ মিয়া ওরফে বুদুর ছেলে।
সিলেট কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার সাদেক কাওছার দস্তগির বাংলানিউজকে বলেন, ছাড়ুর বিরুদ্ধে ৫টি ছিনতাই মামলা রয়েছে। এছাড়া অন্যান্য থানায় মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঝাড়ু গ্রেফতারের খবরে নগরীর তালতলা এলাকার লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অভিযোগ- নগরীর তালতলা এলাকায় ঝাড়ুর বাবা বুদু ছেলের শেল্টারে মাদক ব্যবসা করে আসছেন। এমন কোনো দিন নেই, ঝাড়ু দু’একটি ছিনতাই করে না।
নগরীর মাছুদিঘীর পাড় থেকে ক্বীনব্রিজ ও জিতু মিয়ার পয়েন্ট ও কাজিরবাজার সেতু পারাপারের সময় পথচারীরা ঝাড়ু ও তার সঙ্গীদের ছিনতাইয়ের শিকার হন।
তবে একাধিকবার পুলিশ ঝাড়ুকে গ্রেফতার করলেও কয়েকদিন পর জামিনে বেরিয়ে ফের ছিনতাইয়ে জড়ায় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনইউ/জেডএস