ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্ত্রী রেহেনা বেগমকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আশরাফুল ইসলামের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে আশরাফুল ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন ধরে রেহেনার স্বামী পার্শ্ববর্তী এক মেয়ের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন।

কিন্তু রেহেনা তার স্বামীকে পরকিয়ায় বাধা দিতেন সব সময়। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলে আসছিলো।

এদিকে, পরকিয়া প্রেমে স্বামীকে বাধা দেয়ায় শনিবার (২৯ এপ্রিল) রাতে স্ত্রীকে বেধরক মরধর করেন আশরাফুল। এতে রেহেনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

রেহেনার মা ফিরোজা বেগম অভিযোগ করে বাংলানিউজকে বলেন, পরকিয়ায় বাধা দেয়ার কারণেই তার মেয়েকে আশরাফুল পিটিয়ে হত্যা করেছে। এছাড়া এ ঘটনার পর থেকে জামাতা আশরাফুল ও তার বাড়ির লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রেহেনা গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের খিরিবাড়ী গ্রামের আব্দুল আলীর ছেলে আশরাফুলের স্ত্রী।

গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।