রোববার (৩০ এপ্রিল) বেলা ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
টিআইবি-সনাক খাগড়াছড়ি’র সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে আধ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অবস্থানপত্র পাঠ করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ ও ইয়েস সদস্য জেকিচাকমা।
বৈশ্বিক তহবিলের পাশাপাশি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল চালু, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত সকল প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির সম্মুখীন জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত,প্যারিস চুক্তিতে অন্তর্ভুক্ত দেশসমূহে অর্থায়নে প্রতিশ্রুতির আইনি বাধ্যবাধকতা নিশ্চিত, ক্ষতিপূরণের অর্থ ঋণ হিসেবে নয় ক্ষতিপূরণের অর্থ হিসেবে প্রদানসহ কপ-২১ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয় মানববন্ধনে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বিএস
।