ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে প্রাইভেটকার চাপায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ঈশ্বরদীতে প্রাইভেটকার চাপায় শিশু নিহত

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেটকার চাপায় কাওছার হোসেন (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার সাহাপুর মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাওছার সাহাপুর ইউনিয়নের মাঝদিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ি থেকে সাহাপুরে মামার বাড়িতে যাচ্ছিলো কাওছার। পথে সাহাপুর মসজিদ মোড়ে এলে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।