রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভিক্ষু উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মো. আবদুল গফুর মিয়ার ছেলে।
খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে ভিক্ষু ও তার ভাই বিকছান নৌকায় করে হাওরে যান ডুবে যাওয়া ফসল তুলে আনতে। তারা এসময় ঝড়ের কবলে পড়লে নৌকাটি হাওরের পানিতে ডুবে যায়। এসময় বিকছান তীরে ফিরতে পারলেও নিখোঁজ হন ভিক্ষু। পরে স্থানীয়দের পাশাপাশি ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। রোববার সকালে হাওরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এদিকে, নিখোঁজ হওয়ার খবর শুনেই ভিক্ষুর পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তোফায়েল আহমেদ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসআই