ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাওর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
হাওর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী হাওর থেকে ভিক্ষু মিয়া নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শুক্রবার (২৮ এপ্রিল) হাওরের পানিতে তলিয়ে যাওয়া ফসল তুলে আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভিক্ষু উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মো. আবদুল গফুর মিয়ার ছেলে।

খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে ভিক্ষু ও তার ভাই বিকছান নৌকায় করে হাওরে যান ডুবে যাওয়া ফসল তুলে আনতে। তারা এসময় ঝড়ের কবলে পড়লে নৌকাটি হাওরের পানিতে ডুবে যায়। এসময় বিকছান তীরে ফিরতে পারলেও নিখোঁজ হন ভিক্ষু। পরে স্থানীয়দের পাশাপাশি ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। রোববার সকালে হাওরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে, নিখোঁজ হওয়ার খবর শুনেই ভিক্ষুর পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তোফায়েল আহমেদ।

​বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।