ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁ আ’লীগ সদস্য ফেরদৌসী রহমান আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
নওগাঁ আ’লীগ সদস্য ফেরদৌসী রহমান আর নেই

নওগাঁ: নওগাঁর আত্রাই-রাণীনগরের সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমানের স্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি ফেরদৌসী রহমান ইন্তেকাল করেছেন।

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় শহরের মুক্তির মোড় এলাকায় সমবায় আবাসিক এলাকার নিজ বাসভবনে মারা যান তিনি।

তার বড় ছেলে অ্যাডভোকেট সুমন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি মুক্তিযুদ্ধে ওহিদুর রহমানের রণাঙ্গণের সহযোদ্ধা ছিলেন, মৃত্যুকালে তিন দুই ছেলেসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।

তার পরিবার সূত্রে জানান গেছে, বিকেল ৫টার সময় শহরের নওজোয়ান মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে নওগাঁ জেলা আওয়ামী লীগ, নওগাঁ জেলা প্রেসক্লাব, একুশে পরিষদ নওগাঁ, আবৃত্তি পরিষদ নওগাঁ, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, শিশু বিকাশ, নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার শোক প্রকাশ করেছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএ      

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।