রোববার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক সড়ক ও জনপথ বিভাগের চাকরি করতে।
নিহতের মেয়ে সোমা সুলতানা জানান, তার বাবা সড়ক ও জনপথ বিভাগের পরিবহন সেকশন বিভাগে চাকরি করতেন। তারা খিলগাঁও পূর্ব নন্দীপাড়া এলাকার বাসিন্দা।
শাহাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কুমার দাস বাংলানিউজকে বলেন, সিদ্দিক নাভানা টাওয়ার সামনের রাস্তায় চলন্ত বাসে ওঠার সময় পরে আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত বাসটি ও তার চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান কুমার দাস।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এজেডএস/আরআইএস/এমজেএফ