ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে চলন্ত বাসে উঠতে গিয়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
রাজধানীতে চলন্ত বাসে উঠতে গিয়ে নিহত ১

ঢাকা: রাজধানীর শাহাজাহানপুরে চলন্ত বাসে ওঠার সময় পড়ে গিয়ে আবু বকর সিদ্দিক (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক সড়ক ও জনপথ বিভাগের চাকরি করতে।

নিহতের মেয়ে সোমা সুলতানা জানান, তার বাবা সড়ক ও জনপথ বিভাগের পরিবহন সেকশন বিভাগে চাকরি করতেন। তারা খিলগাঁও পূর্ব নন্দীপাড়া এলাকার বাসিন্দা।

শাহাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কুমার দাস বাংলানিউজকে বলেন, সিদ্দিক নাভানা টাওয়ার সামনের রাস্তায় চলন্ত বাসে ওঠার সময় পরে আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জড়িত বাসটি ও তার চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান কুমার দাস।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এজেডএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।