ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ফুলবাড়ীতে ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সংগঠন

কুড়িগ্রাম: মুনাফালোভী সার, বীজ, কীটনাশক ব্যবসায়ী ও বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্র রুখো- স্লোগানে কুড়িগ্রামে সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।

রোববার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, আব্দুল বারী খন্দকার, শাহ আলম, বাসদ নেতা কমরেড ফুলবর রহমান প্রমুখ।

পরে চলতি মৌসুমে নেক ব্লাস্টার রোগে আক্রান্ত হয়ে কৃষকের ব্রি-২৮ ধানের ক্ষতি পূরণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা চলতি ইরি বোরো মৌসুমে ফুলবাড়ীতে ব্রি-২৮ ধান বিনষ্ট হওয়ার জন্য ভেজাল সার, বীজ ও কীটনাশক সরবরাহকারী কোম্পানি, ব্যবসায়ী ও দায়িত্বপ্রাপ্ত কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদাসীনতাকে দায়ী করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।