ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে এসআই ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
নাসিরনগরে এসআই ক্লোজড

ব্রাহ্মণবাড়িয়া: এক ব্যক্তিকে ইয়াবা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফাঁসানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিন উদ্দিনকে ক্লোজ করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির ঘটনার সত্যতা পেয়ে তাকে ক্লোজ করে জেলার পুলিশ লাইনে পাঠিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রাম থেকে অলিন মিয়া নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন এসআই মাহিন উদ্দিন।

কিন্তু পরে অলিনকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এলাকার লোকজন এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বাংলানিউজকে জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআইকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।