রোববার (৩০ এপ্রিল) সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিটিসি, নোয়াখালীর সংযুক্ত ট্রেনিং সেন্টারে ৩৯৮ জন কনস্টেবল ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ সম্পন্ন করেন।
সমাপনী কুচকাওয়াজে অংশ নেন টিআরসি ৩য় ব্যাচ হবিগঞ্জ জেলার ১১৫ জন, সুনামগঞ্জ জেলার ১৩৬ জন, কিশোরগঞ্জ জেলার ১৪৬ জন।
প্রশিক্ষণে মাসকেট্রি (ফায়ারিং) বিষয়ে টিআরসি-৩৯২ সাগর আহমদ, প্যারেড বিষয়ে টিআরসি-৩৭৮ মো. সৌরভ আহম্মদ, পিটি বিষয়ে টিআরসি-১০১ মাহাবুব আলম মাসুম, আইন বিষয়ে টিআরসি-৫৫ রশিদ আহমেদ (সুমন) ও সর্ব বিষয়ে টিআরসি-২২৭ শরীফ উদ্দিন শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হয়ে সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রধান অতিথির কাছ থেকে সনদ ও মেডেল গ্রহণ করেন।
আরআরএফ, সিলেট-এর কমান্ড্যান্ট মো. মাহমুদুর রহমান, পিপিএম এর সভাপতিত্বে সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া মুক্তিযুদ্ধে পুলিশের প্রথম প্রতিরোধসহ যুদ্ধকালীন পুলিশের বীর শহীদদের স্মরণ করেন। তিনি পুলিশের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ করে পুলিশের সকল সদস্যদের শতভাগ রেশন প্রদান, জনবল বৃদ্ধি, পরির্দশক ও উপ-পুলিশ পরির্দশকদের যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা, স্বাধীনতা পদকে ভুষিত করা, ঝুঁকিভাতা প্রদানের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি হামলায় শাহাদাৎ বরণকারী র্যাবের গোয়েন্দা প্রধান, পুলিশ কর্মকর্তা ও নিরীহ সাধারণ জনগণকে স্মরণ করেন। এছাড়াও মৌলভীবাজারের বড়হাট ও নাসিরপুর এলাকায় জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে পুলিশের সাহসিকতার প্রশংসার পাশাপাশি পুলিশের নবীন সদস্যদের সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সকল নাগরিকের নিবিঘ্নে জীবনযাপনের লক্ষ্যে সেবার মনোভাব নিয়ে এগিয়ে যেতে পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ মহা পরিদর্শক ( ডিআইজি) মো. নজরুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (সদর দপ্তর) রেজাউল করিম, ডিসি (উত্তর) ফয়সল মাহমুদ, ডিসি (ট্রাফিক) তোফায়েল আহমদ, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. শাহজালাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ।
এছাড়াও এসএমপি, আরআরএফ ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সিলেটের লালাবাজার আরআরএফ নোয়াখালী পুলিশ ট্রেনিং স্কুলের সংযুক্ত ট্রেনিং সেন্টার হিসেবে ৩য় বারের মতো ট্রেইনি রিক্রুট কনস্টবলদের (টিআরসি) ০৬ মাস মেয়াদী ট্রেনিং সম্পন্ন করে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনইউ/বিএস