রোববার (৩০ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গঙ্গাচড়ার রাজবল্লভ এলাকার মৃত শহিদার রহমানের ছেলে আবুল খায়ের (৫৭), একই এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে সাজু (৪৭) ও একই উপজেলার নীলকচন্ডী মৌলভীবাজার এলাকার মৃত ফহিন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৪৮)।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ জুন রাতে মাদক বিক্রেতা আবুল খায়ের, সাজু ও মোহাম্মদ আলী ওরফে ব্লাক মোহাম্মদ ফেনসিডিল বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল আবুল খায়ের ও সাজুকে আটক করে।
এ সময় মোহাম্মদ আলী পালিয়ে যান। পরে ডিবি পুলিশের উপ-পরির্দশক (এসআই) রাশেদুল ইসলাম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৫ জুলাই তিনজনকে অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপ-পরির্দশক (এসআই) মোস্তাফিজার রহমান আদালতে প্রতিবেদন দাখিল করেন।
দীর্ঘদিন মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর রোববার আদালত এ রায় দেন।
রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফারুক মোহাম্মদ রিয়াজুল করিম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুস সালাম, সুলতান আহম্মেদ শাহীন ও কাজী মাহফুজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জিপি/এমজেএফ