ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রংপুরে ৩ মাদক বিক্রেতার যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
রংপুরে ৩ মাদক বিক্রেতার যাবজ্জীবন

রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় ৭৪৪ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের কর‍া মামলায় তিন মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গঙ্গাচড়ার রাজবল্লভ এলাকার মৃত শহিদার রহমানের ছেলে আবুল খায়ের (৫৭), একই এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে সাজু (৪৭) ও একই উপজেলার নীলকচন্ডী মৌলভীবাজার এলাকার মৃত ফহিন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৪৮)।

এদের মধ্যে আবুল খায়ের ও সাজু আদালতে উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলী পলাতক রয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ জুন রাতে মাদক বিক্রেতা আবুল খায়ের, সাজু ও মোহাম্মদ আলী ওরফে ব্লাক মোহাম্মদ ফেনসিডিল বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল আবুল খায়ের ও সাজুকে আটক করে।

এ সময় মোহাম্মদ আলী পালিয়ে যান। পরে ডিবি পুলিশের উপ-পরির্দশক (এসআই) রাশেদুল ইসলাম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৫ জুলাই তিনজনকে অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপ-পরির্দশক (এসআই) মোস্তাফিজার রহমান আদালতে প্রতিবেদন দাখিল করেন।

দীর্ঘদিন মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর রোববার আদালত এ রায় দেন।

রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফারুক মোহাম্মদ রিয়াজুল করিম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুস সালাম, সুলতান আহম্মেদ শাহীন ও কাজী মাহফুজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।