রোববার (৩০ এপ্রিল) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা।
এতে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. লাভলু মিয়া, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র মোদক, সদস্য মিজানুর রহমান, ফারুক হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
ম্যাটস্ শিক্ষার্থীদের দাবি আদায়ে বিগত সময়ের কর্মসূচিতে নোয়াখালী, বাগেরহাট, বগুড়া ও রাজশাহীতে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানান মেডিকেল শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তারা অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা, মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, কর্মসংস্থান নিশ্চিতকরণ ও ইন্টার্নশিপে ভাতা দেওয়া নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জিপি/আইএ