রোববার (৩০ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত মধুপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ড. রাজ্জাক প্রধান অতিথি হিসেবে এসব কাজের ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মাসুদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম প্রমুখ।
নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেট ডেভেলপমেন্ট প্রজেক্ট-নবিদেপের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এ উন্নয়ন কাজের বাস্তবায়ন হতে যাচ্ছে। এতে ৯ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি