হিলি (দিনাজপুর): সোমবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
রোববার (৩০ এপ্রিল) বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, মহান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি শুল্ক স্টেশনের সব বিভাগ বন্ধ থাকবে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড ডেলিভারিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (২ মে) সকাল থেকে যথারীতি দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম পুরোদমে শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন বাংলানিউজকে জানান, মহান মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।