রোববার (৩০ এপ্রিল) দুপুরে তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া থেকে মাইনুল ইসলাম লিংকন নামে মাদক ব্যবসায়ীকে একটি প্রাইভেট কার ও ১৮১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ।
মাইনুল ইসলাম লিংকন গলাচিপা উপজেলার পাড় ডাকুয়া গ্রামের এম মজিদের ছেলে।
থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জি এম মাসুমের নেতৃত্বে একটি দল প্রাইভেট কারটিকে ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে আসামিসহ মাদকের চালান উদ্ধার ও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দায়ের করে আদালতের নির্দেশে আসামিকে জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন এসআই মাসুম।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এমএস/আইএ