ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বৈশাখ না পেরোতেই বাজারে বাহারি আম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বৈশাখ না পেরোতেই বাজারে বাহারি আম বৈশাখ না পেরোতেই বাজারে বাহারি আম

সাভার (ঢাকা): বৈশাখ না পেরোতেই বাজারে আসতে শুরু করেছে বাহারি রকমের পাকা আম। তবে এসব আম পার্শ্ববর্তী ভারত থেকে আমদানি করেছেন ব্যবসায়ীরা। দেশি আম পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

রোববার (৩০ এপ্রিল) সাভারের পাইকারি ফলের আড়ৎগুলোতে গিয়ে দেখা গেল, সংগ্রহ করা আম বাছাই চলছে। পচা বা নষ্ট আমগুলোকে বাছাই করে বাদ দেওয়া হচ্ছে।

মেসার্স জিল্লু অ্যান্ড ব্রাদার্সের ম্যানেজার মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের কাছে এখন যা আসছে এগুলো সবই ভারতীয় আম। আমাদের দেশি আম আসতে আরো কিছুদিন সময় লাগবে।

আমরা ফরমালিন মুক্ত, বিষমুক্ত ফল ক্রেতাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করে পাইকারি বিক্রি করা হয়। কেউ যদি আম কিনে তাতে ফরমালিন মেশায় আমরা জানতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

ফল বিক্রেতা হানিফ দেওয়ান জানান, বর্তমানে এক ক্যারেট (প্লাস্টিক ঝুড়ি) আম পাইকারি ২ হাজার থেকে ২২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজারে এই আম খুচরা  ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়।


ফল হিসেবে খাওয়ার পাশাপাশি আম থেকে আচার, চাটনি আমসত্ত্ব মোরব্বা, জেলি, জ্যাম, জুসসহ নানা ধরনের খাবার তৈরি করা হয়। শুধু পাকা আমই নয়, এর পাশাপাশি কাঁচা আমেরও বাজারে চাহিদা অনেক।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।