ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় গেটের ছাউনি ভেঙে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
কসবায় গেটের ছাউনি ভেঙে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গেটের পাকা ছাউনি ভেঙে রাকিব (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে।

রাকিব ওই গ্রামের বাহরাইন প্রবাসী মঈনুদ্দিন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলো।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিল রাকিব। এসময় প্রতিবেশী একটি বাড়ির গেটের পাকা ছাউনি ভেঙে রাকিবের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় রাকিব। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।