টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে জমি নিয়ে বিরোধের জের ধরে পুলিশের সামনে প্রতিপক্ষ চৈতন্য রায়ের আঘাতে সানা মোহন ঘোষ (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে চৈতন্য পলাতক রয়েছেন।
রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাথরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে সানা মোহন ও চৈতন্য রায়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল।
দুপুরে দেলদুয়ার থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌসসহ বেশ কয়েকজন স্থানীয় মাতাব্বর জমিটি পরিদর্শনে যান। এসময় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে চৈতন্য রায় লাঠি দিয়ে মোহন ঘোষকে আঘাত করেন। এতে মোহন ঘোষ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে থানা পুলিশ গিয়েছিল। তবে মৃত্যুর ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।