রোববার (৩০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহৃদ সালেহীন এ দণ্ডাদেশ দেন। এর আগে তাদের জেলা সদরের খানখানাপুর বাজার থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
দণ্ডাদেশপ্রাপ্ত সাগর খানখানাপুর ইউনিয়নের মৃত শামসুল আলমের ছেলে ও সুমন শীল একই ইউনিয়নের মৃত সুনীল শীলের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, সাগরের খানখানাপুর বাজারে কম্পিউটার ও ফটোকপির দোকান রয়েছে। ওই দোকানের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের গ্রাহকদের কাছ থেকে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করে আসছিলেন। আর সুমন তার কাজে সহযোগিতা করতেন।
রোববার দুপুরে সাগরের দোকান থেকে তাদের দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৫টি পাসপোর্ট, ৫২টি জাতীয় পরিচয়পত্র, তিনটি ডিজিটাল ক্যামেরা ও পাঁচটি সিল জব্দ করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সাগরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও সুমনকে এক হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএ