ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পায়রা নদী থেকে ৫ লাখ টাকার বেহুন্দি জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
পায়রা নদী থেকে ৫ লাখ টাকার বেহুন্দি জাল জব্দ

বরগুনা: বরগুনার পায়রা নদীতে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে আমতলী মৎস্য বিভাগ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বাংলানিউজকে জানান, বৈঠাকাটা, লোছা ও লঞ্চঘাট এলাকা থেকে ছোট ফাঁসের আড়াই হাজার মিটার ১২টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

বিকেলে জালগুলো উপজেলা পরিষদের সামনে এনে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।