রোববার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বাংলানিউজকে জানান, বৈঠাকাটা, লোছা ও লঞ্চঘাট এলাকা থেকে ছোট ফাঁসের আড়াই হাজার মিটার ১২টি বেহুন্দি জাল জব্দ করা হয়।
বিকেলে জালগুলো উপজেলা পরিষদের সামনে এনে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি