রোববার (৩০ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মনছুর রহমান, নিপেন পাহান, আটাপাড়া গ্রামের দুলাল মণ্ডল ও সদর উপজেলার দক্ষিণ পাথুরিয়া গ্রামের আব্দুল মান্নান।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দুর্গাদহ বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুই হাজার দুইশ’ পিস নেশা জাতীয় ভারতীয় প্রেনোফিন ইনজেকশন ও ফেনসিডিলসহ ওই চার ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরবি/