ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নতুন হাটের দাবি, ধর্মঘট প্রত্যাহার মাংস ব্যবসায়ীদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
নতুন হাটের দাবি, ধর্মঘট প্রত্যাহার মাংস ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সভায় ব্যবসায়ীরা

ঢাকা: বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ অংশে একটি স্বতন্ত্র পশুর হাট স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। একই সঙ্গে বাণিজ্যমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে পহেলা রমজান থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা থেকেও সরে এসেছে সংগঠনটি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একমাত্র পশুর হাটের (গাবতলী পশুর হাট) ইজারাদারদের খামখেয়ালিপনা থেকে নিজেদের রক্ষা করতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন হাট স্থাপনের দাবি জানান মাংস ব্যবসায়ীরা।
 
রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় এ দাবি জানান মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।


 
তিনি বলেন, ‘এই সরকার আমাদের, এই সরকারের সুনাম রক্ষার দায়িত্ব আমাদের। মন্ত্রীর সামনে কথা দিলাম, কোনো ধর্মঘটে আমরা যাবো না। আমাদের নেতা যদি চান, সমস্যার সমাধান হতে এক মিনিটও লাগবে না’।
 
বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রবিউল বলেন, ‘আপনি ব্যস্ত মানুষ, জাতির বিবেক। বঙ্গবন্ধুর গন্ধ আপনার শরীরে পাওয়া যায়। এতো অত্যাচার মাংস ব্যবসায়ীদের ওপর হচ্ছে! দেখার কেউ নেই’।

এসব কথা বলে কাঁদতে থাকেন মাংস ব্যবসায়ীদের এই নেতা।
 
এরপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দু’চারদিনের মধ্যে আমি আপনাদের সঙ্গে বসবো। আপনাদের সমস্যা চিহ্নিত করে সিটি করপোরেশনের দু’জন মেয়রের সঙ্গে বসে আপনাদের সমস্যার সমাধান করবো’।
 
গাবতলীর পশুর হাটের খাজনা নিয়ে সমস্যার কথা তুলে ধরে রবিউল বলেন, ‘একটি মাত্র স্থায়ী গরুর হাট হওয়ায় আমরা সেখানে যেতে বাধ্য হই। অত্যাচারের এমন কোনো মাত্রা নেই, যা আমাদের ওপর হয়নি’।
 
বাণিজ্যমন্ত্রীকে তিনি বলেন, ‘আপনার কাছে অনুরোধ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একটি গরুর হাট দিন। সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে’।
 
এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে রবিউল বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে ১ রমজান থেকে সারা দেশের মাংস ব্যবসায়ীরা কর্মবিরতিতে যাবেন।
 
এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী মাংস ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সমস্যার সমাধান করবো। আপনারা ধর্মঘটে যাবেন না’।
 

দাবি আদায়ে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট ডেকেছিলেন মাংস ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা হলে পাঁচদিন পর ধর্মঘট প্রত্যাহার করেন তারা। ওই ধর্মঘটের পর মাংসের দাম বেড়েছে কেজিতে সর্বোচ্চ ১০০ টাকা করে।
 
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।