রোববার (৩০ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- বড় হামকুড়িয়া উত্তরপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে রিজন (৬) ও কামাল হোসেনের ছেলে মেরাজ (১)।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী বাংলানিউজকে জানান, বিকেল ৫টার দিকে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় রিজন।
অপরদিকে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে একই গ্রামের পূর্বপাড়ায় পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মেরাজ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যায় না। একপর্যায়ে পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরবি/আরএ