এ সময় ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (২৯ এপ্রিল) গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন-পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক বিশ্বাস, তার ছেলে যুবলীগ কর্মী রকি বিশ্বাস, ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের তিন ভাই মিজানুর রহমান স্বপন, ফারুক হোসেন জীবন ও আনোয়ার হোসেন লিটন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ঠিকাদারের কাজে বাধা দেওয়াসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় এ অভিযান শুরু হয়েছে।
তিনি আরো জানান, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে শনিবার রাতে আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাসসহ যুবলীগের বেশ কিছু নেতার বাড়িতে অভিযান চালানো হলেও তাদের পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পাবনা র্যাব-১২ কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বাংলানিউজকে জানান, সাম্প্রতিক সময়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের মাটি ভরাট কাজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঠিকাদারদের সঙ্গে ঝামেলা হয়। প্রকল্পের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে দখলদারিত্ব ও সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।
অভিযানকালে ইউপি চেয়ারম্যানের ছেলে রকি বিশ্বাসের বাড়ি থেকে ৩০ রাউন্ড পিস্তলের গুলি ও ৫ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। আটক পাঁচজনের মধ্যে তিনজন ওয়ারেন্ট ভুক্ত আসামি।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএ