রোববার (৩০ এপ্রিল) পশ্চিম আঙ্গারিয়ার ভাঙ্গার মাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছালাম খাঁ (৫৫) পশ্চিম আঙ্গারিয়া এলাকার বাসিন্দা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বাংলানিউজকে জানান, সকালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ছালাম। পরে অনেক খোঁজাখুঁজির পরে সকাল ১০টার দিকে পায়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে। ছালাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমএস/এসআরএস/এমজেএফ