ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

দুমকির পায়রা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
দুমকির পায়রা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালী জেলার দুমকি উপজলোর পায়রা নদী থেকে ছালাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) পশ্চিম আঙ্গারিয়ার ভাঙ্গার মাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছালাম খাঁ (৫৫) পশ্চিম আঙ্গারিয়া এলাকার বাসিন্দা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বাংলানিউজকে জানান, সকালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ছালাম। পরে অনেক খোঁজাখুঁজির পরে সকাল ১০টার দিকে পায়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে। ছালাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমএস/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।