ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের আতিথেয়তায় দেশবিরোধী ভূমিকায় কিছু সাংবাদিক!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
পাকিস্তানের আতিথেয়তায় দেশবিরোধী ভূমিকায় কিছু সাংবাদিক! পাকিস্তানের মানচিত্র

ঢাকা: সাম্প্রতিক সময়ে কিছু সাংবাদিক পাকিস্তানের আতিথেয়তায় সেদেশে গিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী কথা-বার্তা বলেছেন। এমনকি ২৫ মার্চ গণহত্যা দিবস নিয়েও তারা ভিন্ন মত তুলে ধরেছেন সেদেশে। 

এই সাংবাদিকদের একটি বড় অংশ ‘হৃদয়ে পাকিস্তান’ লালন করেন।  

সাংবাদিকদের এই সফরগুলো আয়োজন করছে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস।

শিগগিরই নতুন একটি গ্রুপও যাচ্ছে পাকিস্তান।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই সফরে স্পর্শকাতর কিছু অঞ্চলেও নিয়ে যাওয়া হবে বাংলাদেশি সাংবাদিকদের। সেখানে গিয়ে রিপোর্ট করার জন্যও উৎসাহ দেওয়া হবে তাদের। যা বাংলাদেশের নিকটতম প্রতিবেশি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সুখকর কিছু হবে না বলেই ধারনা করা হচ্ছে।    

এদিকে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা ক্রমেই বাড়ছে।  

অতি সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির একটি বৈঠকেও।  

সূত্র জানিয়েছে, এ বিষয়ে নজরদারি বাড়ানোর প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।

কমিটিতে সবচেয়ে সোচ্চার ছিলেন সংরক্ষিত আসনের আইন প্রণেতা মাহজাবিন খালেদ। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত আছে কি না সে বিষয়ে জানতে চান এই সংসদ সদস্য।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপিত কার্যপত্র থেকেও বিষয়টি নিশ্চিত করেছে বাংলানিউজ।  

বৈঠক সূত্র বাংলানিউজকে জানায়, কমিটি সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়।  

কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কাজী নাবিল আহমেদ, মো. সোহরাব উদ্দিন, সেলিম উদ্দিন এতে উপস্থিত ছিলেন।  

কার্যপত্র মতে, বৈঠকের ৯ নং এজেন্ডায় বাংলাদেশস্থ পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে সেদেশে সাংবাদিক পাঠানোর বিষয়টি ছিলো। তাতে আলোচনায় অংশ নিয়ে মাহজাবিন খালেদ বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন কিছু সংখ্যক বাংলাদেশি সাংবাদিককে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে আসেছে। এ সাংবাদিকরা দেশটির বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন পর্যায়ের  মানুষের সাথে দেখা করছেন, কথা বলছেন।  

মাহজাবিন খালেদের ভাষায়, এই সাংবাদিকরা পাকিস্তানে গিয়ে নানা অপপ্রচার চালাচ্ছেন এবং গণমাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্থাবার্তাসহ গণহত্যা বিষয়ে ভুল তথ্য দিচ্ছেন।  

বৈঠক সূত্র জানায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও বৈঠকে এ বিষয়ে তার মত তুলে ধরেন। তিনি জানান, দু’বছর ধরেই এই তৎপরতা চলছে। তখন থেকেই পাকিস্তানপন্থী কিছু সাংবাদিককে তাদের পক্ষে কাজ করার জন্য চিহ্নিত করে পাকিস্তান দূতাবাস।

তবে তিনি এও উল্লেখ করেন, দূতাবাসের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কিছু সাংবাদিককেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি লক্ষ্য করেছেন। যাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।  

শাহরিয়ার আলমের মতে বিষয়টি দেশের জন্য ভলো এবং তিনি আশা করেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এসকল সাংবাদিক নিশ্চয়ই দেশের পক্ষে কথা বলবেন।
 
কমিটি সভাপতি সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি তার মন্তব্যে বলেন, ‘সাংবাদিকগণের বিদেশ যাওয়ার বিষয়ে তেমন কড়াকড়ি করা যায় না, তবে কোন সাংবাদিক বিদেশ গিয়ে দেশবিরোধী কাজে লিপ্ত হয় কিনা, সে বিষয়ে খোঁজখবর রাখা বা নজরদারি করা বাঞ্ছনীয়। ’
 
রোববার (৩০ এপ্রিল) বিষয়টি নিয়ে বাংলানিউজের কথা হয় মাহজাবিন খালেদের সঙ্গে। তিনি মোবাইল ফোনে জানান, পাকিস্তানস্থ বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, কিছু সংখ্যক সাংবাদিক সে দেশে গিয়ে দেশের স্বার্থ বিরোধী কথা-বার্তা বলেছেন।  

২৫ মার্চের গণহত্যা নিয়েও তারা ভিন্ন মত তুলে ধরেছেন সেদেশে।

এদিকে, সাংবাদিকদের নতুন একটি দলকে পাকিস্তান নিয়ে যাওয়ার বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্র।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসএম/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।