ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
দেবিদ্বারে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক বিক্রি ও সেবনের অপরাধে মো. বিল্লাল ও মো. আল আমিন হোসেন নামে দু’জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল বারেরা গ্রামের আ. সোবহানের ছেলে এবং মো. আল আমিন হোসেন একই গ্রামের মৃত. আবুল হাশেমের ছেলে।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় উপজেলার বারেরা এলাকায় দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে আসামি বিল্লালকে ৬ মাস ও আল আমিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।