কারাদণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল বারেরা গ্রামের আ. সোবহানের ছেলে এবং মো. আল আমিন হোসেন একই গ্রামের মৃত. আবুল হাশেমের ছেলে।
রোববার (৩০ এপ্রিল) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় উপজেলার বারেরা এলাকায় দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে আসামি বিল্লালকে ৬ মাস ও আল আমিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জেডএস