রোববার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সৌরভ উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের দুবাই প্রবাসী বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, স্কুলে পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফিরছিল সৌরভ। পথে রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা সৌরভকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে ডা. সাহেদুর রহমান সৌরভকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএ