ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আটোয়ারী সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আটোয়ারী সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড় জেলার আটোয়ারী সীমান্তে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জোতদারপাড়া সীমান্তের ৪১১ মেইন পিলার সংলগ্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

জোতদারপাড়া বিজিবি কোম্পানির কমান্ডার দিদার আহমেদ বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত সাউন্ড গ্রেনেডটি সক্রিয় কি-না, তা বিশেষজ্ঞ ছাড়া বলা সম্ভব নয়।

গ্রেনেডটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।