ইলিশের পোনা জাটকা রক্ষা কর্মসূচি হিসেবে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়। এ সময় সকল ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ বন্ধ ছিলো।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দুই মাসে চাঁদপুর নৌ-সীমানায় জাটকা নিধনের অপরাধে ১৯৯ জেলেকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব ঘটনায় মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমর থানায় ২৩০টি মামলা হয়েছে। এছাড়াও ১০৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ১৩.১৫ টন জাটকা ও দুই টন পাঙ্গাসের পোনা জব্দ করা হয়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, ২০১৬ সালের চেয়ে এ বছর চাঁদপুরের জেলেরা অনেক সচেতন। তারা দুঃখ-কষ্টে জীবন যাপন করেও সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাছ আহরণ থেকে বিরত ছিলেন। গত বছর ৩০০ অধিক জেলের কারাদণ্ড হলেও তা এখন কমে এসেছে।
যেসব জেলে আটক হয়েছে তাদের মধ্যে ৮০ ভাগ জেলে পাশ্ববর্তী বরিশাল, ভোলা, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলার। জেলেসহ সকল পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সহযোগিতা করার কারণে জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ কর্মসূচির কারণে ইলিশের উৎপাদন বাড়বে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি