ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

এলিফ্যান্ট রোডে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এলিফ্যান্ট রোডে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪ এলিফ্যান্ট রোডে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনের নিচতলার একটি অফিসে এসি বিস্ফোরণে ৪জন দগ্ধ হয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- উৎপল চক্রবর্তী (৪৫), সোহেল (২৮), রঙ মিস্ত্রী মোনায়েম (৩৫) ও আলী রেজা (৩০)।

দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা বলেন, এলিফ্যান্ট রোডের ১২তলা ভবনে নিচ তলার একটি অফিস কক্ষে রঙয়ের কাজ করার সময় হঠাৎ এসি বিস্ফোরণ ঘটে। এ সময় ওই কক্ষে থাকা আমরা চারজন দগ্ধ হই।

ঢামেক বার্ন ইউনিট সূত্রে জানা যায়, তাদের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

নিউ মার্কটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহামান বাংলানিউজকে বলেন, এসি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনা তদন্তে পর বিস্তারিত জানা যাবে বেলও জানান ওসি আতিকুর রহমান।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এজেডএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।