ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণার দাবি বাংলাদেশ কৃষক সমিতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণার দাবি বাংলাদেশ কৃষক সমিতির হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণার দাবি বাংলাদেশ কৃষক সমিতির

কিশোরগঞ্জ: হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ ১০ দফা দাবিতে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও  মিছিল করেছে বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ খেতমজুর সমিতি এবং সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতারা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

রোববার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ মাঠে ‘হাওর বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ, বাংলদেশ খেতমজুর সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম নাদিম, জেলার সভাপতি সেলিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক এনামুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেতমজুর সমিতির ইটনা উপজেলার আহ্বায়ক এস এম রফিক টিপু এবং সঞ্চালনা করেন জেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খান জুয়েল।

আরো উপস্থিত ছিলেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা এবং সাধারণ ক্ষতিগ্রস্ত কৃষক শ্রেণী।

পরে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার মাধ্যমে এ সমাবেশ শেষ হয়।

১০ দফা দাবিগুলো হলো:

অবিলম্বে বন্যা কবলিত হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণা করা। দুর্গত এলাকায় হাওরসহ সব জলমহালের ইজারা বাতিল করে জনসাধারণের মাছ ধরার জন্য উন্মুক্ত ঘোষণ করা। সারা বছর দুর্গত এলাকার জন্য রিলিফ ও রেশনের ব্যবস্থা করা এবং বিতরণে লুটপাট বন্ধ করা। অবিলম্বে গবাদি পশুর জন্য খাদ্য সরবরাহ করা।
দুর্গত এলাকার কৃষকদের জন্য সব রকম কৃষি ঋণ, এনজিও ঋণ, মহাজনী ঋণ মওকুফ করে আগামী ফসলের জন্য পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করা। চালসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রণে রাখা। পানি উন্নয়ন বোর্ড ও সরকারি দলের দুর্নীতিবাজ ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। হাওরের সব নদী খনন করা।
সমগ্র হাওরে ফসল রক্ষা বাঁধ ও বেড়িবাঁধ যথাসময়ে এবং যথাযথভাবে নির্মাণ ও মেরামত করা। কৃষকদের জিম্মি করে জমি কেনাবেচা ও দাদন ব্যবসা বন্ধ করা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।