ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নের বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নের বাজেট ঘোষণা ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নের বাজেট ঘোষণা অনুষ্ঠান

ফেনী: ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৭-১৮ অর্থ বছরের জন্যে এক কোটি ১৫ ল‍াখ ১৩ হাজার চার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা এ বাজেট ঘোষণা করেন।
 
এ সময় সভাপতিত্বে ছিলেন ইউপি সদস্য হাজী জাফর আহাম্মদ এবং পরিচালনায় ছিলেন নুরুল করিম সবুজ।

আরো উপস্থিত ছিলেন- ইউপি সচিব বিপুল চন্দ্র নাথ, সদস্য ইসমাই হোসেন মজুমদার, ফরিদ আহাম্মদ, ওবায়দুল হক, মো. নাছির চৌধুরী, গিয়াস উদ্দিন, মহিলা সদস্য সেলিনা আক্তার, আয়েশা আক্তার, সুরমা আক্তার, ছাগলনাইয়া   প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামালসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসএইচডি/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।