রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার মাদবর কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবু বকর পার্শ্ববর্তী মাঝের চর গ্রামের প্রবাসী সালাম মেলকারের ছেলে।
চর সেনসাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জায়েদা বেগম বাংলানিউজকে জানান, ১০ দিন আগে মায়ের সঙ্গে ঢাকা থেকে নানা মোহন মাদবরের বাড়ি বেড়াতে আসেন আবু বকর। দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় আবু বকরকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরবি/