ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভেদরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ভেদরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে আবু বকর (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার মাদবর কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবু বকর পার্শ্ববর্তী মাঝের চর গ্রামের প্রবাসী সালাম মেলকারের ছেলে।

তার পরিবার ঢাকায় বসবাস করেন।
 
চর সেনসাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জায়েদা বেগম বাংলানিউজকে জানান, ১০ দিন আগে মায়ের সঙ্গে ঢাকা থেকে নানা মোহন মাদবরের বাড়ি বেড়াতে আসেন আবু বকর। দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় আবু বকরকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।