রোববার (৩০ এপ্রিল) দিনব্যাপী উপজেলার আজিজনগর ইউনিয়নের মার্মা বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। আটকরা ব্যক্তিরা হলেন- আজিজনগর ইউনিয়নের মার্মা বাজার এলাকার বাসিন্দা সুইচিং মার্মা (৪০) এবং মংচাথুই মার্মা (২৮)।
বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজিজনগরের বাজার সংলগ্ন মার্মা বাজার এলাকায় ৠাব অভিযান চালায়। এসময় এক লাখ লিটার মদ তৈরীর উপকরণ ও ৫০০ লিটার চোলাই মদসহ দুই জনকে আটক করা হয়।
পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়:২১১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি