ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

লামায় বিপুল পরিমাণ মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
লামায় বিপুল পরিমাণ মদ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদ ও এক লাখ লিটার মদ তৈরীর উপকরণসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

রোববার (৩০ এপ্রিল) দিনব্যাপী উপজেলার আজিজনগর ইউনিয়নের মার্মা বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। আটকরা ব্যক্তিরা হলেন- আজিজনগর ইউনিয়নের মার্মা বাজার এলাকার বাসিন্দা সুইচিং মার্মা (৪০) এবং মংচাথুই মার্মা (২৮)।

বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজিজনগরের বাজার সংলগ্ন মার্মা বাজার এলাকায় ৠাব অভিযান চালায়। এসময় এক লাখ লিটার মদ তৈরীর উপকরণ ও ৫০০ লিটার চোলাই মদসহ দুই জনকে আটক করা হয়।

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:২১১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।