রোববার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গাদাগাদি করে মেসে থেকে, দুপুরে ক্যান্টিনের পচা খিচুড়ি খেয়ে, টিউশনি করিয়ে পড়ালেখা করে নিজেদের যোগ্যতা প্রমাণের পরেও উপাচার্যের ছাত্রলীগপ্রীতি বক্তব্য মেনে নেওয়া যায় না।
সমাবেশে অর্থনীতি বিভাগের ছাত্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জবি সংসদের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- চারুকলা বিভাগের শিক্ষার্থী মিফতাহ আল ইহসান, মাইক্রোবায়োলজি বিভাগের এম এন জুনায়েদ, দর্শন বিভাগের নাহিদ ফারজানা মীম, রাকিবুল রউশন প্রমুখ।
সভাপতির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জবি শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরেও ছাত্রলীগ পরিচয় ছাড়া চাকরি পাবে না। ’
তিনি বলেন, আমাদের বাগানবাড়ি দরকার নেই, মাথা গোঁজার ঠাঁই দরকার, তাই জবির পুরাতন হলের জায়গাতেই শিক্ষার্থীদের জন্য নতুন হল নির্মাণ করতে হবে।
প্রশাসনকে সময় বেঁধে দিয়ে রুহুল আমিন বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্যের বক্তব্য প্রত্যাহার করে পুরাতন হলের জায়গায় নতুন হল নির্মাণের ঘোষণা দিতে হবে। নইলে আগামী ৭২ ঘণ্টা পর (০৩ মে, বুধবার) থেকে প্রতিটি বিভাগে বিভাগে প্রচার অভিযান কর্মসূচি পালনের মাধ্যমে আরও বৃহৎ কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে প্রায় দু’শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
ডিআর/জিপি/জেডএস