ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

তন্ময় বাঁচতে চায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
তন্ময় বাঁচতে চায় তন্ময় চন্দ্র রায় (ছবি: সংগৃহিত)

ঢাকা: শুধু অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে প্রতিভাবান শিক্ষার্থী তন্ময় চন্দ্র রায় (২২)। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের এই মেধাবী শিক্ষার্থী দুরারোগ্য 'অ্যাকিউট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া' রোগে আক্রান্ত। তার অস্থি-মজ্জা প্রতিস্থাপন করতে হবে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডা. এম আর খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তন্ময়ের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই মেধাবী শিক্ষার্থী ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

দুই ভাই এক বোনের মধ্যে তার বড় ভাই মারা যান চার বছর বয়সে। ছোট বোন পড়াশুনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। বাবা সুকুন চন্দ্র রায় পেশায় একজন স্কুল শিক্ষক। বাবার আয় দিয়েই চলে সংসার আর দুই ভাই-বোনের লেখাপড়ার খরচ।

তন্ময়ের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এ জন্য যত দ্রুত সম্ভব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভারতে গিয়ে অস্থি-মজ্জা প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন তারা।

শুধু এ জন্যই প্রয়োজন ৩০ লাখ টাকা। এ ছাড়া ওষুধসহ চিকিৎসার আনুসঙ্গিক ব্যয়েও প্রয়োজন প্রায় ১৫-২০ লাখ টাকা।

এতো টাকা যোগান দেওয়া তন্ময়ের পরিবারের পক্ষে অসম্ভব। ফলে হাসপাতালে শুয়ে মৃত্যুর প্রহর গুণেই দিন কাটছে এই মেধাবী  শিক্ষার্থীর।

তন্ময়কে সুস্থ করতে তাই সমাজের সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির সহযোগিতা কামনা করেছে তার পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭১৫-৮৬২১৯১ (খালা), ০১৭১৫-১৩২৮১৫ (মামা) এর মোবাইল নম্বরে। সহযোগিতা পাঠানো যাবে- বীনা রানী বিশ্বাস, একাউন্ট নং: ১০৫.১৫১.০১৩১২৭০, ডাচ-বাংলা ব্যাংক, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখায়। বিকাশ নাম্বার ০১৭১৫৮৬২১৯১ ও ০১৬৭৫২৯৩০৫২। রকেট নাম্বার
০১৬৭৫২৯৩০৫২৪।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।