নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তন্ময়ের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই মেধাবী শিক্ষার্থী ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।
তন্ময়ের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এ জন্য যত দ্রুত সম্ভব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভারতে গিয়ে অস্থি-মজ্জা প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন তারা।
শুধু এ জন্যই প্রয়োজন ৩০ লাখ টাকা। এ ছাড়া ওষুধসহ চিকিৎসার আনুসঙ্গিক ব্যয়েও প্রয়োজন প্রায় ১৫-২০ লাখ টাকা।
এতো টাকা যোগান দেওয়া তন্ময়ের পরিবারের পক্ষে অসম্ভব। ফলে হাসপাতালে শুয়ে মৃত্যুর প্রহর গুণেই দিন কাটছে এই মেধাবী শিক্ষার্থীর।
তন্ময়কে সুস্থ করতে তাই সমাজের সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির সহযোগিতা কামনা করেছে তার পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭১৫-৮৬২১৯১ (খালা), ০১৭১৫-১৩২৮১৫ (মামা) এর মোবাইল নম্বরে। সহযোগিতা পাঠানো যাবে- বীনা রানী বিশ্বাস, একাউন্ট নং: ১০৫.১৫১.০১৩১২৭০, ডাচ-বাংলা ব্যাংক, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখায়। বিকাশ নাম্বার ০১৭১৫৮৬২১৯১ ও ০১৬৭৫২৯৩০৫২। রকেট নাম্বার
০১৬৭৫২৯৩০৫২৪।
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জেডএম/