রোববার (৩০ এপ্রিল) বিকেলে চলমান এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন লাস্ট এপ্রিল’। উপজেলার প্রত্যন্ত সরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ অভিযান চালানো হয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বাংলান্জিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোসনাবাদ গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে আনিস হাওলাদারের বাড়িতে এ অভিযান চালানো হয়। বিকেল ৩ টা থেকে ৪ টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযানে গৌরনদী থানার ১২ জন ও জেলার ৭০ জনসহ মোট ৮২ জন পুলিশ সদস্য এ অংশ নেন। এছাড়া ফায়ার সার্ভিসের ১২ সদস্যও অভিযানে উপস্থিত ছিলেন।
গৌরনদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, জঙ্গি আস্তানার সন্দেহে এ অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরিকল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক মোল্লা জানান, পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে আনিস হাওলাদার দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাতেমা বেগম দুই সন্তানকে নিয়ে পার্শবর্তী কুড়িরচর গ্রামের বাবার বাড়িতে বসবাস করেন। এ সুবাদে পরিত্যক্ত ওই বাড়িতে প্রায়ই রাতের আধাঁরে অপরিচিত লোকজনের যাতায়াত ছিলো।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমএস/ওএইচ/