রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাতে তুরাগের ১৮ নম্বর সেক্টর অবস্থিত একটি নির্মাণাধীন ১৬তলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন আছেন- কাউম (২০), আপেল (১৫), মোহাম্মহ আলী (২৫), রাসেল (২০), রাশেদুল (১৫), শাকিল (১৮), ফরিদ (২০), হানিফুল (২০), মাসুদ (২৫), ওয়াজ করনী (২৫), আশিকুল সবুজ (২১), মজনু (২০)। অন্যদের নামপরিচয় জানা যায়নি, তারাও ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ শ্রমিকদের এক সহকর্মী মো. মোকশেদুল বাংলানিউজকে জানান, রাতে প্রায় ৫০ জন শ্রমিক নিজেদের রান্না করা খাবার ভাত ও আলু-ডিমের তরকারি দিয়ে খাবার খায়। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন তারা। দ্রুত উদ্ধার করে তাদের মধ্যে থেকে ৩২ জন শ্রমিককে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, অসুস্থের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, অসুস্থ শ্রমিকরা সবাই হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, মে ০১, ২০১৭
এজেডএস/ওএইচ/