রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ইস্কাটন রোডের ৬/৩/এ নম্বরের ছয়তলা বাড়ির দ্বিতীয় তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
রমনা থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, মৃত ব্যক্তি স্ত্রীসহ ওই বাসায় ভাড়া থাকতেন এবং সদরঘাটে ফলের ব্যবসা করতেন।
বর্তমানে স্ত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। সন্ধ্যার দিকে মৃত ব্যক্তির মেয়ে ওই বাসায় গিয়ে কাছ থাকা চাবি দিয়ে দরজা খুলেন। এসময় ভেতরে ঢুকে তার বাবাকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।
ময়নাতদন্তের মরদেহটি ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে বলেও জানান এসআই গোলাম মোস্তফা।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ০১, ২০১৭
এজেডএস/ওএইচ/