ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
যশোরে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৪ যশোরে ইয়াবা-ফেনসিডিলসহ আটকরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ভারতীয় ফেসসিডিলসহ চার যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩০ এপ্রিল) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাল গ্রামের সুরুজ আলীর ছেলে নূর হোসেন (৩০), যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩১), অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের শাহ আলমের ছেলে মান্দার খন্দকার (৩৫) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল (৩২)।

যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে শহরের চাঁচড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে নূর হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর সদর উপজেলার হালসা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে আটকের পর তল্লাশি করে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ৩০ বোতল ফেনসিডিলসহ মান্দার ও সোহেলকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি ইমাউল হক।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, মে ০১, ২০১৭
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।