শনিবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার বিষ্ণুপুর চকবাজার এলাকা থেকে তাকে অাটক করা হয়। অাবু বাকের বিষ্ণুপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আটক আবু বাকেরের বাড়িতে তল্লাশি চালিয়ে চার হাজার পিস উদ্ধার করে র্যাব সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় মাদক ব্যবসায়ী আবু বাকের।
আটক আবু বাকেরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান চন্দন দেবনাথ।
বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
ওএইচ/