ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, মে ১, ২০১৭
বিজয়নগরে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে চার হাজার পিস ইয়াবাসহ আবু বাকের (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

শনিবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার বিষ্ণুপুর চকবাজার এলাকা থেকে তাকে অাটক করা হয়। অাবু বাকের বিষ্ণুপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আটক আবু বাকেরের বাড়িতে তল্লাশি চালিয়ে চার হাজার পিস উদ্ধার করে র‍্যাব সদস্যরা। এসময় র‍্যাবের উপস্থিতি টের পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় মাদক ব্যবসায়ী আবু বাকের।

আটক আবু বাকেরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান চন্দন দেবনাথ।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।