ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রমিকের মজুরি ন্যূনতম ১৮ হাজার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, মে ১, ২০১৭
শ্রমিকের মজুরি ন্যূনতম ১৮ হাজার দাবি শ্রমিকের মজুরি নূন্যতম ১৮ হাজার দাবি, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন।

সোমবার (০১ মে) সকালে রাজধানীর গুলিস্থানের নূর হোসেন স্কয়ারে মে দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন বলেন, পহেলা মে শ্রমিক দিবস অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে।

সারাবিশ্বে শ্রমিকদের স্বার্থ আদায় হলেও বাংলাদেশে তা হয়নি। শ্রমিকদের ন্যূনতম মজুর ও অধিকার আদায় না হওয়ার পেছনে বড় কারণ হলো তাদের ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া। তাদের সংঘটিত হতে না দেওয়া। আমরা শ্রমিকদের একত্রিত করে তাদের অধিকার আদায়ে কাজ করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পথিক, দফতর ও প্রচার সম্পাদক আব্দুল হাকিম খান, এশিয়া বার্তার সম্পাদক নজরুল ইসলাম রেনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা মে ০১, ২০১৭
এএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।